বন্যা কবলিত শিশুর আলোচিত ছবিটি সত্যি নয়, এআই দিয়ে বানানো

Aug 23, 2024 - 06:20
বন্যা কবলিত শিশুর আলোচিত ছবিটি সত্যি নয়, এআই দিয়ে বানানো
এই ছবিটি সত্যি নয়, প্রযুক্তি দিয়ে বানানো

অধিকরণ ডেস্ক
বন্যার পানিতে নিমজ্জিত জেলাগুলোর মানুষের মানবেতর জীবনযাপনের ছবি  ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরমধ্যে বিশেষ একটি ছবি সবাইকে ব্যথিক করেছে। 
ছবিতে একটি শিশুকে বন্যার পানির মধ্যে অর্ধ নিমজ্জিত অবস্থায় দেখা গেছে। সাদাকালো এই ছবিটিধ্যমে শেয়ার হয়েছে অসংখ্য। সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই ছবিটি ব্যবহার করে পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।  তবে সবশেষ ফ্যাক্ট চেক করে দেখা গেলো এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা  আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে বানানো। এ ছবির আলোকচিত্রির খোঁজ করতে গিয়ে কোনো চিত্রধারক চিহ্নিত না হলে শুরু হয় ছবিটির পরীক্ষা নিরিক্ষা। 
বিভিন্ন এআই ইমেজ ডিটেক্টর যেমন- ইসইটএআই ডটকম এবং হাইভ মডারেশন ডটকম টুলসে ইমেজটি চেক করে দেখা গেছে ছবিটি এআই দিয়েই তৈরি।

তবে এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ছবিটি। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছবিটি শেয়ার করেছেন। অনেকে শিশুটির সন্ধান চেয়েছেন। অনেকে স্থান জানতে চেয়েছেন। কেউবা ছবিটি নিয়ে অপপ্রচার চালাচ্ছেন। এর প্রেক্ষিতে সমকাল ছবিটি চেক করে এবং এআই দিয়ে তৈরি বলে নিশ্চিত হয়েছে।

ছবিটি নিয়ে এএফপির ফ্যাক্ট-চেকার কদরুদ্দিন শিশির ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেছেন, “কোনো ইমেজ এআই জেনারেটেড কিনা তা এখনও কোন টুল ব্যবহার করে শতভাগ নিশ্চয়তার সাথে বলার সুযোগ নেই। টুলগুলোর দেয়া ফলাফল করোবোরেটিং এভিডেন্স হিসেবে রাখা যায় শুধু। আমি তিনটি এআই ডিটেক্টর টুলে ছবিটি ট্রাই করে তিন ধরনের ফলাফল পেয়েছি। একটিতে দেখিয়েছে ছবিটি ৯১ শতাংশ এআই জেনারেটেড। অন্যটিতে ৪০ শতাংশ এবং একটিতে দেখাচ্ছে 'লাইকলি হিউম্যান মেইড'।