বাফুফে নির্বাচনে ভোটগ্রহণ শেষ

Oct 26, 2024 - 19:24
বাফুফে নির্বাচনে ভোটগ্রহণ শেষ

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে শেষ হয়েছে ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনার কাজ। ১৩৩ জন ডেলিগেটের মধ্যে ১২৮ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। শনিবার রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। সবমিলিয়ে ২১টি পদে প্রার্থী হয়েছেন ৪৬ জন।

নির্বাচনে ৫ জন ডেলিগেট ভোট দিতে আসেননি। তাদের মধ্যে রয়েছেন- চট্টগ্রাম আবাহনী লিমিটেডের তরফদার রুহুল আমিন ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার শামসুল হক চৌধুরী। এছাড়া নীলফামারী, হবিগঞ্জ  ও মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থা থেকে তিনজন ডেলিগেট ভোট দিতে আসেননি।

এ নির্বাচনের মাধ্যমে বাফুফে সভাপতি হিসেবে কাজী সালাউদ্দিনের দীর্ঘ ১৬ বছরের দায়িত্বের অবসান হচ্ছে। ফিফা এবং এএফসির প্রতিনিধিরা নির্বাচন পর্যবেক্ষণে এসেছেন।