"বিশ্বকাপ বাছাই: আর্জেন্টিনাকে হারিয়ে কলম্বিয়ার প্রতিশোধ, প্যারাগুয়ের কাছে পরাজিত ব্রাজিল"
আর্জেন্টিনার কাছে কোপা আমেরিকার ফাইনালে হারের মধুর প্রতিলোধ নিল কলম্বিয়া। মঙ্গলবার দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-১ গোলে পরাজিত করেছে কলম্বিয়া। একইদিন ব্রাজিলও পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে। প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ বাছাইপর্বে আরো একটি হতাশার জন্ম দিয়েছে সেলেসাওরা।
অধিনায়ক হামেস রদ্রিগুয়েজের ৬০ মিনিটের পেনাল্টির গোলে কঠিন লড়াইয়ের পর কলম্বিয়ার জয় নিশ্চিত হয়। এই ম্যাচেও ইনজুরির কারনে মাঠে নামতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। দুই মাস আগে মিয়ামিতে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে হতাশ হয়েছিল কলম্বিয়া।
ম্যাচ শেষে অধিনায়ক রদ্রিগুয়েজ বলেছেন, ‘আমার মনে হয়না আর্জেন্টিনার বিপক্ষে আমি কখনো গোল করেছি। এটাই প্রথম গোল। আমাদের ফাইনালে খেলার অভ্যাস গড়ে উঠেছে। আজ শুধুমাত্র আরো একটি ম্যাচে আমরা মাঠে নেমেছি। কিন্তু যে দলটির বিরুদ্ধে মাঠে নেমেছি তারা এ পর্যন্ত সবকিছু জয় করেছে। এ কারনেই এই জয়টার স্বাদ ভিন্ন।’
=বারানকুইলার মেট্রোপলিটানো স্টেডিয়ামে এই জয়ে স্বাগতিক কলম্বিয়া দক্ষিণ আমেরিকান ১০ দলের বাছাইপর্বে আট ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। শীর্ষে থাকা আর্জেন্টিনার থেকে তারা মাত্র দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে।
নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে কলম্বিয়া সমর্থকদের দারুন সমর্থন পেয়েছেন। ২৫ মিনিটে রদ্রিগুয়েজের ক্রসে ইয়েরসন মসকুয়েরার হেডে এগিয়ে যায় কলম্বিয়া। বিরতির পর তিনি মিনিটের মধ্যে সমতায় ফিরে আর্জেন্টিনা। কলম্বিয়ান গোলরক্ষক ক্যামিলো ভারগাসকে পরাস্ত করতে ভুল করেননি নিকোলাস গঞ্জালেজ। ১২ মিনিট পর বিতর্কিত এক পেনাল্টিতে আবারো এগিয়ে যায় কলম্বিয়া। ড্যানিয়েল মুনোজকে বাজেভাবে ফাউল করেন নিকোলাস ওটামেন্ডি। বেশ কয়েক মিনিট পর চিলিয়ান রেফারি পিয়েরো মাজা বিষয়টি ভিএআর’র সিদ্ধান্তের জন্য আবেদন করেন। বেশ কিছুক্ষন পরীক্ষার পর ভিএআর কলম্বিয়াকে পেনাল্টি উপহার দেয়। রদ্রিগুয়েজ আত্মবিশ্বাসের সাথে এমিলিয়ানো মার্টিনেজকে উল্টো দিকে পাঠিয়ে কলম্বিয়ার জয় নিশ্চিত করেন। কলম্বিয়ান স্ট্রাইকার জন ডুরান মার্টিনেজকে একা পেয়েও ব্যবধান বাড়াতে পারেননি।
পরাজয় সত্তেও ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে খেলার জন্য যোগ্যতর দল হিসেবেই বাছাইপর্বে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। ৪৮ দলের বর্ধিত কলেবরের আসন্ন বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে। দক্ষিণ আমেরিকান বাছাইপর্ব থেকে ছয়টি দল সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। টেবিলের সপ্তম দলটি আন্ত:মহাদেশীয় প্লে-অফে খেলার সুযোগ পাবে। তলানির তিন দল বাছাইপর্ব থেকেই বিদায় নিবে।
এদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বাছাইপর্বে হতাশাজনক পারফরমেন্স অব্যহত রেখেছে। তারই ধারাবাহিকতায় অসানসিওনে প্যারাগুয়ের কাছে ১-০ হেরে গেছে ডোরিভাল জুনিয়রের দল। ইন্টার মিয়ামি মিডফিল্ডার দিয়েগো গোমেজ ২০ মিনিটে দুরপাল্লার শটে জয়সূচক গোলটি করেন। মৌসুমের শেষে গোমেজের প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটনে যোগ দেবার কথা রয়েছে। এই পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল। ভেনেজুয়েলার থেকে তারা গোল ব্যবধানে এগিয়ে রয়েছে। মঙ্গলবার উরুগুয়ের সাথে ঘরের মাঠে গোলশুন্য ড্র করেছে ভেনেজুয়েলা। নয় পয়েন্ট নিয়ে প্যারাগুয়ে সপ্তম স্থানে উঠে এসেছে। বাছাইপর্বে এটি তাদের দ্বিতীয় জয়।
এছাড়া বাছাইপর্বে অন্য ম্যাচে বলিভিয়ার কাছে ঘরের মাঠে ২-১ গোলের পরাজয়ের মাধ্যমে বাছাইপর্বে আরো একটি হতাশাজনক পারফরমেন্স দেখিয়েছে চিলি। ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকায় জয়ী চিলি ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে পরপর দুইবার মূল পর্বে খেলতে ব্যর্থ হয়েছিল। এখন তাদের সামনে টানা তিন বিশ্বকাপে খেলতে না পারার হতাশা দেখা দিয়েছে। কারমেলো আলগারানাজ ও মিগুয়ের টারসেরোসের গোলে বলিভিয়া ২-১ গোলের জয় নিশ্চিত করেছে। এই পরাজয়ে আট ম্যাচে মাত্র পাঁচ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে রয়েছে চিলি। সপ্তম স্থানে থাকা প্যারাগুয়ের থেকে গোল ব্যবধানে পিচিয়ে অস্টম স্থানে উঠে এসেছে বলিভিয়া।
কুইটোতে অভিজ্ঞ স্ট্রাইকার এনার ভ্যালেন্সিয়ার গোলে পেরুকে ১-০ ব্যবধানে পরাজিত করে বাছাইপর্বে আশা টিকিয়ে রেখেছে ইকুয়েডর। আট ম্যাচে ১১ পয়েন্টসহ তাদের অবস্থান এখন চতুর্থ। ১০ ম্যাচে মাত্র তিন পয়েন্ট নিয়ে পেরু এখনো তলানিতেই রয়েছে।