বৈরুতের ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার নিহত

Sep 25, 2024 - 19:41
বৈরুতের ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার নিহত

ইসরাইলি সামরিক বাহিনী মঙ্গলবার নিশ্চিত করেছে যে তারা বৈরুতের দক্ষিণ শহরতলিতে এক বিমান হামলায় হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করেছে। জেরুজালেম থেকে সিনহুয়া মঙ্গলবার জানায়, সামরিক বাহিনী এক বিবৃতিতে নিহত কমান্ডারকে ইব্রাহিম মুহাম্মদ কুবাইসি হিসাবে চিহ্নিত করে বলা হয় তিনি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও রকেট অপারেশনের দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

সামরিক বাহিনী জানায়, ‘তার সাথে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র এবং রকেট সম্ভারের দায়িত্বে নিয়োজিত অন্যান্য গুরুত্বপূর্ণ কমান্ডারও রয়েছেন।’ তবে হিজবুল্লাহ এখনো কুবাইসির মৃত্যু নিয়ে কোনো মন্তব্য করেনি।

ইসরাইলের এ বিমান হামলাটি ২০০৬ সাল থেকে এ পর্যন্ত লেবাননের বিরুদ্ধে সোমবার ও মঙ্গলবার শুরু হওয়া ইসরাইলের সবচেয়ে ব্যাপক বোমা হামলার অংশ। এর ফলে সারা দেশে সাে পাচশ'র বেশি লোকের প্রাণহানি এবং আটার শ" জনেরও বেশি লোক আহত হয়েছে৷ ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে পূর্ণ-মাত্রার যুদ্ধের আশঙ্কা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। আশঙ্কা করা হচ্ছে  অন্য অনেক দেশও এতে জড়িত হয়ে যেতে পারে।