বৈষম্যবিরোধী আন্দোলন : ইয়াছিন হত্যা মামলায় ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার

Oct 28, 2024 - 19:03
বৈষম্যবিরোধী আন্দোলন : ইয়াছিন হত্যা মামলায় ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পিকআপ গাড়ি চালক ইয়াছিন আহমেদ রাজ হত্যাকান্ডের ঘটনায় করা মামলায় দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলো- বংশাল ৩৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানভীর (২৪) ও ৩৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন রাফি (২৬)। রোববার দিবাগত রাত সোয়া ১ টার দিকে বংশাল থানার আগা সাদেক রোডের বাংলাদেশ মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বংশাল থানা পুলিশ সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে পিকআপ গাড়ি চালক ইয়াছিন আহমেদ রাজ হত্যার ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর ভিকটিমের মা সাহিদা বেগম বাদী হয়ে বংশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হলো তানভীর ও আল আমিন । তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।