ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩৮ জনের মৃত্যু
ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে শনিবার ভোরে একটি মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে বাস চালক ও অন্তত এক শিশুসহ কমপক্ষে ৩৮ জনের মৃত্যু হয়েছে। সাও পাওলো থেকে এএফপি জানায়, ফেডারেল হাইওয়ে পুলিশ (পিআরএফ) এএফপিকে জানায়, মিনাস গেরাইস রাজ্যে একটি ট্রাক ও একটি বাসের সংঘর্ষে বাসটিতে আগুন লেগে যায়। ২০০৭ সালের পর থেকে এটি ব্রাজিলের মহাসড়কের সবচেয়ে মারাত্মক দুর্ঘটনা।
সিভিল পুলিশ এ দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু ও নয়জনের হাসপাতালে ভর্তি হওয়ার খবর নিশ্চিত করেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাথমিকভাবে বলেন, উত্তর-পূর্ব বাহিয়া রাজ্যের সাও পাওলো থেকে ভিটোরিয়া দা কনকুইস্তা যাওয়ার পথে ভোর ৪টার দিকে বাসটির একটি টায়ার বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা দেয়। অন্য একটি গাড়িও পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয়।
স্থানীয় দমকল বিভাগের একজন মুখপাত্র এর আগে এএফপিকে জানান, মৃতদেহের সঠিক সংখ্যা এখনো নির্ণয় করা হয়নি। ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট জানিয়েছে, বাসটির ভিতরে থাকা কয়েকজন আটকা পড়ে মারা যায়। ধ্বংসাবশেষ থেকে পুড়ে যাওয়া দেহাবশেষ সরিয়ে ফেলা হয়েছে। তদন্ত করে দুর্ঘটনার কারণ নির্ধারণ করা হবে।
শনিবার সকালে প্রকাশিত এক ভিডিও ফুটেজে, মিনাস গেরাইস ফায়ার ডিপার্টমেন্টের লেফটেন্যান্ট আলোনসো ভিয়েরা জুনিয়র বলেন, ধ্বংসাবশেষ পরিষ্কার করার জন্য একটি ক্রেন প্রয়োজন হবে। কর্মকর্তারা বলেন, প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা একে ‘ভয়াবহ ট্রাজেডি’ অভিহিত করেছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন ‘আমি গভীরভাবে দুঃখিত।’
সোশ্যাল মিডিয়ায় এই ভয়াবহ ট্রাজেডি থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের পুনরুদ্ধারের জন্য প্রার্থনার আহ্বান জানান তিনি। মিনাস গেরাইসের গভর্নর বলেন , এই ট্রাজেডি সবচেয়ে মানবিক উপায়ে মোকাবিলার জন্য তিনি কাজ করছেন। নভেম্বরের শেষের দিকে, ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আলাগোয়াসে একটি পাহাড়ী রাস্তায় ভ্রমণ করার সময় একটি বাস গিরিখাতে পড়ে গেলে এতে ১৭ জনের মৃত্যু হয়।