ব্রিটেনে বিমান চলাচলে ব্যাঘাত

Dec 28, 2024 - 19:27
ব্রিটেনে বিমান চলাচলে ব্যাঘাত

ঘন কুয়াশার কারণে শুক্রবার ব্রিটেনের বিভিন্ন প্রধান বিমানবন্দর থেকে বিমান উড্ডয়ন করতে পারেনি। এয়ার ট্রাফিক কন্ট্রোল অথরিটি (এনএটিএস)-এর উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানায়।

এনএটিএস জানায়, এমনকি ল্যান্ডিংয়েও সময় লেগেছে কয়েক ঘন্টা। ব্যাপক কুয়াশার কারণে লন্ডনের হিথরো, গ্যাটউইক এবং ম্যানচেস্টার বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন এবং ল্যান্ডিং বাধাগ্রস্ত হয়। ফ্লাইট বাতিল করতে হয়। কোন কোন ফ্লাইট কয়েক ঘন্টা দেরিতে ল্যান্ডিং করে।

এনএটিএস আরো বলছে ঘন কুয়াশার ফলে নিরাপত্তাজনিত কারণে আজ শনিবার  ব্রিটেনের বিভিন্ন বিমানবন্দরে সাময়িকভাবে বিমান উড্ডয়নে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিমানবন্দরগুলোতে আমাদের লোকেরা নিবিড়ভাবে চোখ রাখছে, এয়ারলাইনসের সাথে যোগাযোগ করছে।  এনএটিএস এক বিবৃতিতে জানিয়েছে, যাত্রীদের উচিৎ হবে তাদের ফ্লাইটের স্ট্যাটাস চেক করা।