ভিনিসিয়ুসকে নিয়ে দুঃসংবাদ পেল রিয়াল

Nov 27, 2024 - 17:53
ভিনিসিয়ুসকে নিয়ে দুঃসংবাদ পেল রিয়াল

গত রোববার (২৪ নভেম্বর) লা লিগার ম্যচে লেগানেসের বিপক্ষে খেলে রিয়াল মাদ্রিদ। যেখানে ইনফর্ম তারকা ভিনিসিয়ুস জুনিয়র পুরো ৯০ মিনিট খেলেন। তার একটি অ্যাসিস্টে দল ৩-০ গোলে জয় তুলে নেয়। তবে এরপরই আসে দুঃসংবাদ। সোমবার (২৫ নভেম্বর) পরীক্ষা শেষে ভিনিসিয়ুসের বাঁ পায়ের পেশিতে চোট ধরা পড়েছে। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্লাবের মেডিক্যাল টিমের পরীক্ষায় এই চোটের বিষয়টি নিশ্চিত হয়েছে।

২০২১-২২ মৌসুম থেকেই ধারাবাহিক পারফরম্যান্সে রিয়ালের অন্যতম ভরসা ভিনিসিয়ুস। ওই মৌসুমে ২২ গোল ও ২০ অ্যাসিস্ট করার পর ২০২২-২৩ মৌসুমে তার পারফরম্যান্স আরো উন্নত হয়। তিনি করেন ২৩ গোল এবং ২১ অ্যাসিস্ট। গত মৌসুমেও ২৪ গোল ও ১১ অ্যাসিস্ট করেন ভিনিসিয়ুস। চলতি মৌসুমে এখন পর্যন্ত তিনি ১২ গোল করার পাশাপাশি ৮টি অ্যাসিস্ট করেছেন। স্প্যানিশ সংবাদ মাধ্যম এএস-এর প্রতিবেদন অনুযায়ী, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

এই সময় রিয়াল মাদ্রিদকে গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ খেলতে হবে। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল ও আটালান্টার বিপক্ষে খেলবে দলটি। বিশেষ করে লিভারপুলের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার (২৭ নভেম্বর)। রিয়াল মাদ্রিদ বর্তমানে নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগের প্লে অফ জোনে অবস্থান করছে। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১৮ নম্বরে আছে দলটি। পরের ধাপে সরাসরি জায়গা পেতে সেরা আটে থাকা নিশ্চিত করতে হবে তাদের।

ভিনিসিয়ুসের অনুপস্থিতিতে রিয়াল মাদ্রিদকে লা লিগায় গেতাফে, অ্যাথলেটিকো বিলবাও, জিরোনা ও রায়ো ভায়েকানোর বিপক্ষে খেলতে হবে। সূচি অত্যন্ত ব্যস্ত। এ নিয়ে ভিনিসিয়ুস মন্তব্য করেছেন, ‘পাগলাটে সূচি, এখন সময় সেরে উঠার।’ ভিনিসিয়ুসের চোট রিয়াল মাদ্রিদের জন্য বড় ধাক্কা। দলের সেরা তারকাকে ছাড়া তাদের সামনে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর চ্যালেঞ্জ। এখন দেখার বিষয়, ভিনিসিয়ুসের অনুপস্থিতিতে তারা কিভাবে এই চাপ সামাল দেয়।