মস্কোকে লক্ষ্য করে নিক্ষিপ্ত ২৫টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে রাশিয়া
রাশিয়া শনিবার ও রোববার রাতে মস্কোকে লক্ষ্য করে নিক্ষিপ্ত ইউক্রেনের ২৫টি ড্রোন ভূপাতিত করেছে। ২০২২ সালে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটাই রাশিয়ার রাজধানীতে সবচেয়ে বড় হামলার ঘটনা। শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন একথা জানিয়েছেন।
তিনি টেলিগ্রামে পোস্ট করে বলেন, ‘সব মিলিয়ে ২৫টি ড্রোন ধ্বংস করা হয়েছে।’ এর আগে তিনি ২২টি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছিলেন। তিনি বলেন, বেশিরভাগ ড্রোন মস্কোর দক্ষিণে রামেনস্কয় ও ডোমোদেডোভো অঞ্চলের দিকে যাচ্ছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ডোমোদেডোভো ও ঝুকভস্কি বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট বন্ধ করে দিয়েছে। গণমাধ্যমগুলো জানিয়েছে, হামলার ফলে রামেনস্কয়ের একটি গ্রামে আগুন লেগে বেশ কয়েকটি বাড়ি আগুনে পুড়ে গেছে।
রাশিয়া একটি মন্ত্রী পর্যায়ের সম্মেলনের জন্য সোচির ব্ল্যাক সি রিসোর্টে প্রায় ৫০টি আফ্রিকান দেশের কূটনীতিক ও শীর্ষ কর্মকর্তাদের আতিথ্য দেওয়ার সময় এই হামলার ঘটনা ঘটেছে। রুশ কর্তৃপক্ষ প্রায় প্রতিদিনই ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের খবর দেয়। তবে রাজধানীকে লক্ষ্য করে খুব কমই হামলা চালানো হয়। ইউক্রেন বলেছে, দেশটির ভূখ-ে রাশিয়ার বোমা হামলার জবাবে এ হামলাগুলো চালানো হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে উভয়পক্ষের মধ্যে এ যুদ্ধ শুরু হয়।