মাগুরার শ্রীপুর উপজেলার বরালিদহা গ্রামের মধ্যপাড়ায় মাদকাসক্তি বেড়ে যাওয়ায় এলাকাবাসী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে একটি আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় এলাকাবাসী কীভাবে মাদক প্রতিরোধ করা যায় সে বিষয়ে মতামত পেশ করে। মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের এবং যারা মাদক গ্রহণ করে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাদক নির্মূল করতে এলাকাবাসী মতামত প্রদান করে।
মাদক নির্মূলে সবাই প্রতিশ্রুতিবদ্ধ হয়। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য প্রতিঙ্গাবদ্ধ হয়। মাদকের বিরুদ্ধে ব্যাপক সামাজিক আন্দোলনেরর অংশ হিসেবে অভিভাবকদের নিয়ে বিভিন্ন পর্যায়ের মাদকের ক্ষতিকারক দিকগুলো আলোচনা করা হয়। মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে মাদকের শারীরিক ও মানসিক প্রভাব সম্পর্কে তথ্যসমূহ সহজভাবে মানুষের কাছে আগামীতে পৌছে দেয়ার প্রস্তুতি গ্রহণ করা হয়।
উক্ত সভায়, মাদক নির্মূলে ৩টি কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যারা গ্রামে মাদক নির্মূলে প্রতিমাসে একটি সভা করবে। মাদকাসক্তের পিতামাতার সাথে মাদক গ্রহণ রোধে আলোচনা করবে। প্রতি সপ্তাহে মহল্লায় টহল প্রদান করবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে।
অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে জনগণের কাছ থেকে গণ স্বাক্ষর নেয়া হয়। ভবিষৎ আর একটি শিশু যেন মাদক ছোয়া না পায় সে ব্যবস্থা নেয়া হয়েছে। ১ম শ্রেণী থেকে উচ্ছ মাধ্যমিক পড়ুয়া মাগরিবের নামাজ পড়ে ঘরে অবস্থান করতে বলা হয়। আর যদি কেউ দোকানে বা রাস্তায় আড্ডা দেয় তবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে আব্দুস সালাম মোল্যা, আইনজীবী সাইফুর রহমান সাইফ, ইউনিয়ন পরিষদ সদস্য নুরুজ্জামান সোহেল মোল্যা, মোস্তাক খান, নাজমুল মোল্যা, বিল্লাল খান, আজম খান, রুবেল শেখ, কুমারেশ সরকার, আশুতোষ মালাকার, আশোক সরকার, রাজু আহমেদ বক্তব্য প্রদান করেন। সমন্বয়ক লিটন মোল্যা, সজিব মোল্যা, অয়ন শরীফ, আরাফাত ইসলাম মিঠু, লিমন ফকির, জাহাঙ্গীর, রমজান আলী, স্বাধীন মোল্যা, বায়জীদ মোল্যা, আজমী আরো অনেক উদ্যোগ গ্রহণ করে অনুষ্ঠান বাস্তবায়ন করে।