মার্কিন নির্বাচনের আগে ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি হতে পারে: লেবাননের প্রধানমন্ত্রী

Oct 31, 2024 - 20:48
মার্কিন নির্বাচনের আগে ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি হতে পারে: লেবাননের প্রধানমন্ত্রী

লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, মার্কিন রাষ্ট্রদূত আমোস হোচস্টেইন বুধবার এক ফোন কলে ৫ নভেম্বর মার্কিন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধে যুদ্ধবিরতি সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন।  লেবাননের আল-জাদেদের সাথে এক  টেলিভিশন সাক্ষাৎকারের উদ্ধৃতি দিয়ে বৈরুত থেকে এএফপি জানায়, নাজিব মিকাতি  বলেন, ‘হোচস্টেইনের সাথে আজকের কলটি আমাকে আশ্বস্ত করেছে যে সম্ভবত আমরা আগামীতে নভেম্বরের ৫ তারিখের আগে কোনো একদিনে যুদ্ধবিরতিতে পৌঁছতে পারি।’

পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেন, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা করতে হোচস্টেইন বুধবার ইসরাইলে যান। হিজবুল্লাহর নতুন নেতা নাইম কাসেম বুধবার বলেন, দলটি গ্রহণযোগ্য শর্তে ইসরাইলের সাথে যুদ্ধবিরতিতে সম্মত হবে, তবে তিনি জানান, একটি কার্যকর চুক্তি এখনও উপস্থাপিত হয়নি। তবে লেবাননী প্রধানমন্ত্রী মিকাতি আশাবাদ প্রকাশ করে বলেছেন, ‘আগামী কয়েক ঘন্টা বা দিনের মধ্যে একটি যুদ্ধবিরতির জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি’। তিনি বলেন, ‘ তিনি যথার্থই আশাবাদি।’