মাহমুদ আব্বাস উত্তরাধিকারের ভিত্তি গড়েছেন
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, যখন তার পদটি শূূন্য হবে তখন অন্তর্বতী সরকারের মেয়াদে কে তার স্থলাভিষিক্ত হবেন। গতকাল বুধবার তিনি এ কথা বলেছেন। তিনি আরো বলেছেন, ভবিষ্যত সরকারে ইসলামী আন্দোলন হামাসকে কোন কিছুতেই জড়ানো যাবে না। ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রধান হিসেবে তার মেয়াদ শেষ হয়েছে ২০০৯ সালে। কিন্তু তা সত্ত্বেও আব্বাস (৮৯)
এখনো শাসন করছেন। তবে তিনি উত্তরাধিকারী অথবা ভাইস প্রেসিডেন্ট হিসেবেও কাউকে নিয়োগ দিতে চান না। ফিলিস্তিন কর্তৃপক্ষের আইন অনুযায়ী, ফিলিস্তিন পার্লামেন্টের স্পিকার ফিলিস্তিন কর্তৃপক্ষের দায়িত্ব পালন করেন। হামাস ও ফাতাহর মধ্যে এক দশকেরও বেশি সময় ধরে সংঘর্ষ চলার পর ২০১৮সালে মাহমুদ আব্বাস তার ধর্ম নিরপেক্ষ ফাতাহ আন্দোলনকে বিলুপ্ত ঘোষণা করেন। এরআগে ফিলিস্তিন পার্লামেন্টে হামাসের সংখ্যাগরিষ্টতা ছিল এবং ২০০৭ সালে গাজায় ফিলিস্তিন কর্তৃপক্ষকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়।
মাহমুদ আব্বাস এক ডিক্রিতে বলেছেন, তার পদটি শূণ্য হলে প্যালেস্টাইন জাতীয কাউন্সিলের চেয়ারম্যান রাউফি ফাতুহ তার স্থলাভিষিক্ত হবেন। ডিক্রিতে বলা হয়েছে, ‘যদি আইন পরিষদের অনুপস্থিতিতে জাতীয় কর্তৃপক্ষের প্রেসিডেন্টের পদটি শূণ্য হয়, তাহলে সাময়িকভাবে ফিলিস্তিন জাতীয় কাউন্সিলের চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন।