মিরপুর শাহ আলী মাজার শরীফ সংলগ্ন হোটেল রয়েল ডাকাতির সময় আওয়ামী সন্ত্রাসী আটক।

Sep 8, 2024 - 21:16
মিরপুর শাহ আলী মাজার শরীফ সংলগ্ন হোটেল রয়েল ডাকাতির সময় আওয়ামী সন্ত্রাসী আটক।
গতকাল মধ্যরাতে রাজধানীর মিরপুরে শাহআলী মাজারের সামনে হোটেল রয়েল আবাসিকে এঘটনা ঘটে। হোটেল তথ্যসূত্রে জানা যায়,১০-১২ জন সদস্যের একটি দল গভীর রাতে হোটেলের প্রধান গেটের সামনে আসে। গেট বন্ধ থাকায় হোটেল স্টাফদের সাথে  বাক-বিতন্ডের জড়িয়ে পড়ে, একপর্যায়ে হোটেলে কর্মরত সদস্যরা গেট খুলতে বাধ্য হয়।
পরে প্রবেশের সাথে সাথেই তারা হোটেলের স্টাফদের মারধোর করে ও ক্যাশ ভাংচুর করে ক্যাশে থাকা ৪০ হাজার টাকা নিয়ে নেয় । এসময় হোটেলের সকল সদস্যদের মোবাইল ও পকেটে থাকা টাকা-পয়সাও তারা ছিনিয়ে নেয়। পরে হোটেলের  সকল রুমে রুমে প্রবেশ করে অবস্থানরত অতিথির কাছ থেকেও টাকা-পয়সা মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।পালিয়ে যাওয়ার সময় ডাকাত দলের আলাউদ্দিন হোসেন নামে এক  সদস্যকে হাতেনাতে জনগন আটক করে।
ধৃত আলাউদ্দিন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সদস্য স্থানীয় আওয়ামী নেতা নাবিল খানের নির্দেশে ও ছত্রছায়ায় এসব অপকর্ম করেন বলে স্বীকারোক্তি দেন। 
এসময় অপকর্মে  সদস্য জনতার হাতে আটক হলে মিরপুরের বিএনপির প্রভাবশালী নেতা মোস্তফা জগলুল পাশা পাপেলের নাম বলে দেওয়ার দিকনির্দেশনাও দেন নাবিল খান বলে জানান আলাউদ্দিন। 
স্থানীয়রা বলছে শেখ হাসিনা পলায়নের পর তার প্রেতাত্মারা মিরপুরে উদীয়মান নেতা বিএনপির ঢাকা মহানগর উত্তরের যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেলের নামে অপপ্রচার করে তার  বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করার  প্রয়াস চালিয়ে যাচ্ছে। 
পরে হোটেল কর্তৃপক্ষ ও দারুস সালাম,শাহ আলী থানার বিএনপি,ছাত্রদল,যুবদল, শ্রমিকদলসহ  সাধারণ জনতা ডাকাত দলের সদস্যকে  জুতার মালা পরিয়ে দারুস সালাম থানায় পুলিশের হাতে সোপর্দ করেন।