মেক্সিকোতে হারিকেন জনের আঘাতে ১৬ জন নিহত
মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে দু’বার হারিকেন জন আঘাত হানায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে আকাপুলকো মেক্সিকো থেকে রোববার এএফপি আজ এ খবর জানায়। দেশটির বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর এক এক্স-এ বার্তায় গুয়েরেরো রাজ্যে হালনাগাদ মৃতের সংখ্যা ১৫ বলে জানিয়েছেন। তবে প্রতিবেশী রাজ্য ওক্সাকার নাগরিক সুরক্ষার এক কর্মকর্তা এএফপি’কে জানিয়েছেন সেখানে আরও একজন প্রাণ হারিয়েছে।
অবশ্য কিছু গণমাধ্যম জানিয়েছে, নিহতের সংখ্যা অন্তত ২০ জন। মঙ্গলবার হারিকেন জন ক্যাটাগরি-৩ এ পরিণত হয়ে বেশ কয়েক দিন ধরে উপকূলে প্রচন্ডবেগে আলোড়ন সৃষ্টির আগে একটি গ্রীষ্মমন্ডলীয় ঝড় হিসাবে স্থলভাগে আঘাত হানে।
ঝড়টি আকাপুলকোর সমুদ্র সৈকতের শহরটি প্লাবিত করে শহরে আতঙ্ক সৃষ্টি করে। এখানে গত বছরের অক্টোবরে হারিকেন ওটিস আঘাত হেনেছিল যাতে কয়েক ডজন লোক মারা যায়। হারিকেন প্রতি বছর সাধারণত মে থেকে নভেম্বরের মধ্যে মেক্সিকোতে প্রশান্ত মহাসাগরীয় এবং আটলান্টিক উপকূলে আঘাত হানে। গত জুলাই মাসে হারিকেন ‘বেরিল’ শত শত পর্যটককে সরিয়ে নিতে বাধ্য করে এবং ক্যারিবিয়ান, ভেনিজুয়েলা ও মার্কিন যুক্তরাষ্ট্রে কমপক্ষে ১৮ জন মারা যায়।