মেসি-সুয়ারেজ-আলবার নৈপুণ্যে জিতলো মায়ামি
ইন্টার মায়ামি শুরুতে মেসির ওপর নির্ভর থাকলেও ধীরে ধীরে দলীয় নৈপুণ্য দেখাতে শুরু করেছে। মেসি গোল না পেলেও জিতছে দল। আরেকবার মেসির গোল ছাড়াই জিতলো মায়ামি। তবে সহায়তা ঠিকই করেছেন। মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সের প্লে-অফের কোয়ার্টার ফাইনাল পর্বে নিজেদের প্রথম ম্যাচে আটলান্টাকে ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে মায়ামি।
ম্যাচের শুরুতেই লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যায় মায়ামি। এরপর আটলান্টা সমতায় ফিরলেও মেসির ঝলকে পয়েন্ট ছাড়াই মাঠ ছাড়তে হয়েছে তাদেরকে। শেষদিকে মেসির সহায়তায় জাল খুঁজে নেন জর্দি আলবা। সেই সঙ্গে জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।
বাংলাদেশ সময় শনিবার (২৬ অক্টোবর) সকালে ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে মায়ামি। ফলাফল পায় হাতেনাতে। দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় তারা। বাঁ প্রান্তে বক্সের একটু বাইরে থেকে দুই ডিফেন্ডারের ফাঁক গলে সুয়ারেজকে বল দেন আলবা। দারুণ শটে গোলরক্ষককে পরাস্ত করেন উরুগুয়াইন তারকা।