মোজাম্বিকের নির্বাচনে রাজধানীতে শাসক দল জয়ী

Oct 14, 2024 - 19:00
মোজাম্বিকের নির্বাচনে রাজধানীতে শাসক দল জয়ী

মোজাম্বিকে উত্তেজনাপূর্ণ ভোটে শাসক দল ফ্রেলিমো পার্টি রাজধানী মাপুতোতে জয়লাভ করেছে বলে নির্বাচন কমিশন রোববার জানিয়েছে। মাপুতো থেকে এএফপি এ খবর জানায়। বুধবার থেকে প্রেসিডেন্ট এবং সংসদীয় নির্বাচনে ভোট গণনা শুরু হয়েছে।বিদায়ী প্রেসিডেন্ট ফিলিপ নুসি’র দায়িত্ব পালনের দুই মেয়াদের সীমা শেষ হওয়ায় তিনি পদত্যাগ করেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, মাপুতোতে তার দলের প্রার্থী ড্যানিয়েল চ্যাপো ৫৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ছোট দল পোডেমোস সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ভেনানসিও মন্ডলেন ৩৪ শতাংশ ভোট পেয়েছেন এবং প্রধান বিরোধী দল রেনামো’র প্রার্থী ওসুফো মোমাদে ৯.৬ শতাংশ ভোট পেয়েছেন।

মোজাম্বিক বুধবার একজন নতুন প্রেসিডেন্ট, গভর্নর এবং সংসদ সদস্যদের নির্বাচনের জন্য ভোট গ্রহন হয়েছে।  এই নির্বাচনের মাধ্যমে জিহাদি সহিংসতার কারণে প্রায় স্থবির হয়ে পড়া দেশটির প্রাকৃতিক গ্যাস প্রকল্পগুলো পূনরায় সচল এবং অস্থির অর্থনীতিতে প্রাণসঞ্চার হতে পারে।

দক্ষিণ আফ্রিকার দেশটিতে আনুমানিক ১ কোটি ৭০ লাখ ভোটার রয়েছে। নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রায় দুই সপ্তাহের মধ্যে প্রকাশিত হবে বলে আশা করা যাচ্ছে। সমাজতান্ত্রিক মোজাম্বিক লিবারেশন ফ্রন্ট (ফ্রেলিমো) দলের ব্যাপারে জনগণের ব্যাপক হতাশা সত্ত্বেও জয়ী হবে বলে আশা করা হচ্ছে, যে দলটি প্রায় অর্ধ শতাব্দী আগে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতার পর থেকে ক্ষমতায় রয়েছে।