ম্যানসিটির দৈন্যদশা চলছেই
ম্যানচেস্টার সিটির দৈন্যদশা চলছেই। তাদের দুঃসময় যেন কাটছেই না। একের পর এক ম্যাচ হেরেই চলছে তারা। সবশেষ শনিবার (২১ ডিসেম্বর, ২০২৪) রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার কাছে তারা হেরে গেছে ২-১ ব্যবধানে। যা সব ধরনের প্রতিযোগিতায় স্কাই ব্লুজদের নবম হার। আর এই হারে বর্তম্যান চ্যাম্পিয়নরা পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে নেমে গেছে।
১৭ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২৭ পয়েন্ট। শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান এখন বেড়ে হয়েছে ৯! অন্যদিকে ম্যানসিটিকে পেছনে ফেলে অ্যাস্টন ভিলাও উঠে গেছে পঞ্চম স্থানে। সমান ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২৮ পয়েন্ট। ঘরের মাঠে এদিন ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। এ সময় মর্গান রজার্সের বাড়ানো বল পেয়ে বাম পায়ের শটে জালে জড়ান জন ডুরান।
বিরতির পর ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ভিলা। এ সময় জন ম্যাকগিনের বাড়িয়ে দেওয়া বল পেয়ে গোল করেন মর্গান রজার্স। ম্যাচের যোগ করা সময়ে গিয়ে একটি গোল শোধ দেয় ম্যানসিটি। ৯০+৩ মিনিটের মাথায় ফিল ফোডেনের করা গোলটি কেবল ব্যবধান কমিয়েছে। হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
ম্যাচের পর পেপ গার্দিওলা অবশ্য খেলোয়াড়দের ইনজুরির সমস্যার কথা বলেছেন, ‘‘এটার সমাধান হলো ইনজুরি থেকে খেলোয়াড়দের ফিরে আসা। আমাদের এখন কেবল একজন সেন্ট্রাল ডিফেন্ডার রয়েছে, যিনি পুরোপুরি ফিট। এভাবে খেলা তো কঠিন। পরবর্তী ম্যাচে আমরা ভালো কিছু করার চেষ্টা করবো। আরও একটি সুযোগ আমাদের জন্য। আশা করছি ভালো সময় বেশি দূরে নয়।’’