যৌথ অভিযানে ৩ তালিকা ভুক্ত সন্ত্রাসী ও ২ মাদক ব্যাবসায়ী আটক
মফিজুল ইসলাম বন্ধন
১৮ অক্টোবর রোজ শুক্রবার ২০২৪ দারুস সালাম থানা অন্তর্ভুক্ত ১০ নং ওয়ার্ড শহীদ বুদ্ধিজীবি কবরস্থান সংলগ্ন সিটি কলোনী বস্তিতে দারুস সালাম আর্মি ক্যাম্পের নেতৃত্বে পুলিশ,রেপিড এ্যাকশন ব্যাটালিয়ন ও সেনাবাহিনীর একটি আভিযানিক দল যৌথ ভাবে তল্লাশি অভিযান পরিচালনা করে। দারুস সালাম থানা আর্মি ক্যাম্প সূত্রে জানা যায় তাদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে অদ্য ১৮ অক্টোবর রোজ শুক্রবার ভোর আনুমানিক ৪:৩০ মিটিটে পুলিশ,রেপিড এ্যাকশন ব্যাটেলিয়ান ও সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ বাহিনী ১০ নং ওয়ার্ড শহীদ বুদ্ধিজীবি কবরস্থান সংলগ্ন সিটি কলোনি বস্তিতে তল্লাশি অভিযান পরিচালনা করে। যৌথ বাহিনীর তল্লাশি অভিযান চলাকালে যৌথ বাহিনীর সদস্যরা সিটি কলোনি বস্তির বিভিন্ন ঘর তল্লাশি করে ৫/৮/২০২৪ ইং তারিখে দারুস সালাম থানা থেকে লুট হওয়া মেটাল ডিটেক্টর, পুলিশের বুট জুতা,বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র,গাজা,৭৭ লিটার বাংলা মদ সহ ৩ জন তালিকাভুক্ত সন্ত্রাসী ও ২ জন মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করে। স্থানীয় সূত্রে জানা যায় গ্রেফতার হওয়া তালিকাভুক্ত সন্ত্রাসীরা হচ্ছে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী নাবিল বাহিনীর সক্রিয় সদস্য যাদের অত্যাচারে এক যুগের অধিক সময় ধরে দারুস সালাম থানা বাসী সহ পুরো মিরপুরের মানুষ জিম্মি ছিলো। ৫ আগষ্টের পর শাহআলী ও দারুসসালাম থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সর্বস্তরের জনগণের নিরাপত্তার জন্য ১০ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে সেনাবাহিনী ক্যাম্প স্থাপন করলে নাবিল বাহিনী,গিয়াস বাহিনী,ইসলাম বাহিনীর সকল সদস্যরা গা ঢাকা দেয়।
সম্প্রতি দারুস সালাম থানা সেনাক্যাম্প গোপন সূত্রে জানতে পারে নাবিল বাহিনীর সদস্যরা সিটি কলোনি বস্তিতে আস্তানা গাড়ার পায়তারা করতেছে। বিশ্বস্ত সূত্রের তথ্য অনুযায়ী যৌথ বাহিনী সিটি কলোনি বস্তির বিভিন্ন ঘড়ে তল্লাশি চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী ১। কাওসার ২।সাজ্জাদ ৩।সবুজ ও দুইজন মাদক ব্যবসায়ী ১। নূরু ২।ওসমান কে চাকু,চাপাতি,রামদা সহ ১৭ টি দেশীয় অস্ত্র, ৫ লিটার ওজনের ১৫ টি, ১ লিটার ওজনের ১ টি,৫০০ এম এল ২ টি বাংলা মদের বোতল,আনুমানিক ১০০ গ্রাম গাজা,১ টি ওজন মাপার যন্ত্র, ৩ টি বাটন মোবাইল,মাদক বিক্রির নগদ ৪০৮৫ টাকা ও দারুসসালাম থানা থেকে লুট হওয়া ১ টি মেটাল ডিটেক্টর ও পুলিশের ১ জোড়া বুট জুতা সহ আটক করে। পরবর্তীতে দারুসসালাম সেনা ক্যাম্প থেকে আটককৃত ৫ আসামী ও তাদের নিকট থেকে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র,গাজা,মদ সহ উদ্ধারকৃত আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দারুসসালাম থানায় হস্তান্তর করেন।