রাফাল যুদ্ধ বিমান নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর সত্য নয় : প্রধান উপদেষ্টার প্রেস উইং

Oct 28, 2024 - 19:00
রাফাল যুদ্ধ বিমান নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর সত্য নয় : প্রধান উপদেষ্টার প্রেস উইং

বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে অত্যাধুনিক ‘রাফাল’ যুদ্ধবিমান ক্রয়সংক্রান্ত চুক্তি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য সানডে গার্ডিয়ান যে সংবাদ প্রকাশ করেছে তা সত্য নয় বলে জানিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং।

গতকাল রোববার প্রতিবেদনটি প্রকাশের পর আজ সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস নামের ফেসবুক পেজে জানানো হয়, প্রকাশিত ওই খবরটি সত্য নয় এবং অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের কোনো চুক্তির সম্ভাবনা সম্পর্কে অবগত নয়।

প্রেস উইংয়ের পোস্টে আরও উল্লেখ করা হয়, শেখ হাসিনার নেতৃত্বে স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকাকালীন ২০১৯ সালে রাফাল ক্রয় চুক্তিটি ঢাকা ও প্যারিসের মধ্যে আলোচনার পর্যায়ে ছিল। করোনাভাইরাস মহামারীর সময় এটি স্থবির হয়ে পড়ে। আলোচনা পুনরায় শুরুর জন্য বাংলাদেশ ফ্রান্সের কাছ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক অনুরোধ পায়নি।