রাশিয়ার ৫টি ক্ষেপণাস্ত্র ও ৬০টি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন
ইউক্রেন মঙ্গলবার বলেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার পাঁচটি ক্ষেপণাস্ত্র এবং ৬০টি ড্রোন ভূপাতিত করেছে। মস্কো বাহিনী গোলাবর্ষণ শুরু করার দ্বিতীয় রাতে কিয়েভ এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করলো। খবর এএফপি’র।
দেশটির বিমান বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে, রাশিয়া তাদের দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইউক্রেনে মোট ৯১ দফা হামলা চালিয়েছিল। এসবের মধ্যে রয়েছে ১০টি ক্ষেপণাস্ত্র এবং ৮১টি ড্রোন হামলা। ড্রোনগুলো ইরানের তৈরি।