রোহিতের জন্য ২০ কোটি খরচে প্রস্তুত থাকুন
আইপিএলের আগামী আসরের মেগা নিলাম নিয়ে চলছে কৌতূহল। এক দশকেরও বেশি সময় ধরে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছেন রোহিত শর্মা। দলটিকে পাঁচবার জিতিয়েছেন শিরোপা। গুঞ্জন রয়েছে, এবার তাকে ফ্র্যাঞ্চাইজিটি ছেড়ে দিতে পারে। কয়েকটি ভারতীয় গণমাধ্যম অবশ্য দাবি করছে, হিটম্যান খ্যাত ক্রিকেটারকে রেখে দেবে মুম্বাই।
এমনটি হলে ১৩ বছর পর আইপিএলের নিলামে উঠবেন রোহিত। এ বছর তার নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ জিতেছে ভারত। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোসহ বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টিম ইন্ডিয়ার ওপেনারকে পেতে আগ্রহী বলে জানা যায়। যেকোনো দলকেই যে রোহিতকে দলে ভেড়াতে বিশাল পরিমাণ অর্থ ব্যয় করতে হবে, তা নিয়ে সন্দেহ নেই। ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন অর্থের পরিমাণটাও বলে দিয়েছেন।
রাজস্থান রয়্যালসের হয়ে খেলা অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘আপনি যদি রোহিত শর্মার জন্য দর হাঁকানোর পরিকল্পনা করেন, তাহলে আপনাকে ২০ কোটি (রুপি) খরচের জন্য প্রস্তুত থাকতে হবে।’ ৩৭ বর্ষী ক্রিকেটারের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, রোহিত আইপিএলের ২০২৫ সালের আসরের জন্য হতে যাওয়া নিলামে সবচেয়ে ব্যয়বহুল ক্রিকেটারদের একজন হতে পারেন। তার দীর্ঘ অভিজ্ঞতা, ব্যাটিং পারদর্শিতা এবং নেতৃত্বের দক্ষতার পরিপ্রেক্ষিতে যেকোনো দলের জন্যই তিনি মূল্যবান সম্পদ
আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। নতুন নিয়ম অনুযায়ী, একটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৬ জন ক্রিকেটার ধরে রাখতে পারবে। ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা বিসিসিআইয়ের কাছে ৩১ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে।