লাস ভেগাস বিস্ফোরণে সন্ত্রাসের যোগসূত্র নেই : এফবিআই

Jan 4, 2025 - 20:27
লাস ভেগাস বিস্ফোরণে সন্ত্রাসের যোগসূত্র নেই : এফবিআই

লাস ভেগাসে ট্রাম্পের একটি হোটেলের বাইরে সাইবার ট্রাক বিস্ফোরণে আত্মহত্যাকারী মার্কিন স্পেশাল ফোর্সের সদস্য ম্যাথিউ লিভলসবার্গার পিটিএসডিতে ভুগছিলেন। তদন্তকারি দলের সদস্যরা শুক্রবার লাস ভেগাসে এক সংবাদ সম্মেলনে বলেছেন, বিস্ফোরণের সাথে সন্ত্রাসের কোন যোগসূত্র নেই। পিটিএসডি হচ্ছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। যা শারীরিক এবং মানসিকভাবে আহত কোন মানুষের মধ্যে দু’সপ্তাহ থেকে ছয় মাস পর্যন্ত থাকতে পারে। 

ইউএস স্পেশাল ফোর্স এর সদস্য ম্যাথিউ লিভলসবার্গার (৩৭) নববর্ষের দিন লাস ভেগাসে নব নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের একটি হোটেলের কাছে সাইবার ট্রাকের মধ্যে গুলি চালিয়ে আত্মহত্যা করে। ট্রাকটি পেট্রল এবং আতশবাজিতে ভরপুর ছিল। গুলি চালানোর পর যা বিস্ফোরিত হয় এবং পাশের  ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের কাঁচ ভেঙ্গে পড়লে সাত জন আহত হয়। 

তদন্তকারি দলের সদস্যরা সংবাদ সম্মেলনে বলেছেন, তারা এখনো লিভলসবার্গারের ব্যবহৃত ডিভাইসগুলো পরীক্ষা করে দেখছে। এই পর্যন্ত তার ফোনে তদন্তকারীরা দু‘টি চিঠি পেয়েছে। যেখানে লিভলসবার্গার জীবনের অন্যান্য সব জটিলতার সাথে নিজের জীবন কেড়ে নেওয়াকেও একটা সমস্যা হিসাবে উল্লেখ করেছেন। এফবিআই এর বিশেষ এজেন্ট স্পেন্সার ইভানস সংবাদ সম্মেলনে বলেছেন, কিছু ব্যক্তিগত এবং কিছু পারিবারিক ঘটনাপ্রবাহ লিভলসবার্গারকে আত্মহত্যায় প্ররোচিত করে থাকতে পারে।