শনিবার অনুষ্ঠিত হবে বিজয় দিবস রাগবি প্রতিযোগিতা
বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন এর সার্বিক ব্যবস্থাপনায় আগামী শনিবার “১২তম বিজয় দিবস রাগবি প্রতিযোগিতা (পুরুষ ও নারী)-২০২৪” অনুষ্ঠিত হবে। সকাল ৯.৩০ টায় শুরু হয়ে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকেল ৩.৩০ টায় অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
প্রতিযোগিতাটির উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাৎ। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বীর মুক্তিযোদ্বা মোজাম্মেল হক মুক্তা। গ্রুপ পর্যায়ে নক-আউট পদ্বতিতে এবারের রাগবি প্রতিযোগিতায় পুরুষ ও নারী বিভাগে চারটি করে মোট ৮টি দল অংশ নিচ্ছে।
দলগুলো হলো :
পুরুষ বিভাগ : বাংলাদেশ সেনাবাহিনী, এস আর রাগবি ক্লাব, মিরপুর রাগবি ইউনিয়ন ও গোপালগঞ্জ রাগবি ক্লাব
নারী বিভাগ : এস এইচ এ একাডেমী, এস আর রাগবি ক্লাব, ঢাকা কমার্স কলেজ নারী রাগবি দল ও সোনারগাঁও কাজী ফজলুল হক মহিলা কলেজ