শিল্প উপদেষ্টার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Oct 28, 2024 - 19:07
শিল্প উপদেষ্টার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস আজ সকালে সাক্ষাৎ করেন। বাংলাদেশে ১৭০টি সুইডিশ প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে উল্লেখ করে সুইডেনের রাষ্ট্রদূত এসব প্রতিষ্ঠানকে সার্বিক সহযোগিতার জন্য শিল্প উপদেষ্টার সহায়তা কামনা করেন।  তার বক্তব্যের জবাবে সুইডেনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন শিল্প উপদেষ্টা।  

এ সময় রাষ্ট্রদূত আরো জানান,  সুইডেনের সরকার বাংলাদেশে নারী উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও কুটির শিল্প খাতে আর্থিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকের সাথে একটি চুক্তি করছে। এক্ষেত্রে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিসিক, এসএমই ফাউন্ডেশন ও এসএমসিআইএফ-কে কিভাবে সম্পৃক্ত করা যায়, সে বিষয়ে বিশদ আলোচনা করা হয়। 

এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা সুইডেনকে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, আইসিটি ও কৃষি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উন্নয়নে কারিগরি সহযোগিতা প্রদানের অনুরোধ করেন। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।