শ্রীলঙ্কায় আকস্মিক বন্যায় পানিতে ডুবে চার শিশুর মৃত্যু
শ্রীলঙ্কার উদ্ধারকারী দল বৃহস্পতিবার বলেছে যে তারা আকস্মিক বন্যায় মারা যাওয়া চারটি শিশুকে উদ্ধার করেছে এবং আরও চারজন নিখোঁজ রয়েছে। কলম্বো থেকে এএফপি এখবর জানায়। শ্রীলঙ্কা থেকে ভারত অভিমুখী শক্তিশালী কিন্তু ধীর গতির ঝড় থেকে সৃষ্ট মুষলধারে বৃষ্টির কারণে এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়।
বন্যায় শ্রীলঙ্কায় প্লাবিত হওয়ায় ২ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়। ভারতীয় আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়-উত্তর আটলান্টিকের হারিকেন বা উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরের টাইফুনের সমতুল্য-এই অঞ্চলে একটি নিয়মিত এবং মারাত্মক হুমকি।
শ্রীলঙ্কার উপকূল ঘেঁষে, এটি এখন উত্তরে ভারতের দক্ষিণ তামিলনাড়ু রাজ্যের দিকে চলে যাচ্ছে। ত্রাণ তৎপরতায় সেনাবাহিনীকে সাহায্য করতে বলেছে সরকার। দুর্যোগ কেন্দ্র বলেছে, অনুসন্ধান দলগুলো এখনও নিখোঁজ দুই শিশু এবং দুই পুরুষের সন্ধান করছে, যারা ট্র্যাক্টর এবং ট্রেলারে যাওয়ার সময় আকস্মিক বন্যায় ভেসে গিয়েছে।