সচিব জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার
চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মো. জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। সরকার জনস্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে বলে গতকাল এক গেজেট বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, জাহাঙ্গীর আলমকে ‘পাবলিক সার্ভিস অ্যাক্ট-২০১৮’ এর ধারা-৪৫ এর বিধান (সরকার কর্তৃক অবসর প্রদান) অনুযায়ী অবসরে পাঠানো হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তিনি নিয়মানুযায়ী সমস্ত প্রান্তিক অবসর সুবিধা পাবেন। এর আগে জাহাঙ্গীর আলম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে দ্বায়িত্ব পালন করেন। গত ২০ আগস্ট তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছিল।