সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ধাওয়ান
সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের ওপেনার শিখর ধাওয়ান।
আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দেন ধাওয়ান। তিনি বলেন, ‘জীবনে সামনে এগিয়ে যাওয়ার জন্য পৃষ্ঠা উল্টানো গুরুত্বপূর্ণ। এজন্য আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে আমি অবসরের ঘোষণা দিচ্ছি।’
তিনি আরও বলেন, ‘ভারতের হয়ে দীর্ঘ সময় খেলতে পারার শান্তি নিয়ে আমি চলে যাচ্ছি। আমি নিজেকে বলতাম তুমি ভারতের হয়ে আর কখনও খেলতে পারবে না বলে মন খারাপ করো না। কিন্তু দেশের হয়ে খেলেছো বলে খুশি হও তুমি।’
২০১০ সালে ওয়ানডে দিয়ে অভিষেকের পর ভারতের হয়ে ৩৪ টেস্টে ২৩১৫, ১৬৭টি ওয়ানডেতে ৬৭৯৩ এবং ৬৮ টি-টোয়েন্টিতে ১৭৫৯ রান করেছেন ধাওয়ান। টেস্ট ও ওয়ানডেতে ২৪টি সেঞ্চুরি আছে তার।
২০২২ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচটি জার্সিতে শেষ ম্যাচ হয়ে রইলো ৩৮ বছর বয়সী ধাওয়ানের।
২০১৩ সালে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি দলের সদস্য ছিলেন ধাওয়ান। ঐ টুর্নামেন্টের সর্বোচ্চ ৩৬৩ রান সংগ্রাহক হয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন তিনি।