গত কয়েক দিন ধরেই শোবিজের আলোচিত ঘটনা ছোটপর্দার উঠতি অভিনেত্রী সাদিয়া আয়মানের ভাইরাল ভিডিও। যেখানে অভিনেত্রীর শরীরের স্পর্শকাতর অঙ্গ প্রদর্শিত হয়েছে। দেশের একটি জনপ্রিয় গণমাধ্যমের এক সাংবাদিকের ব্যক্তিগত পেজে এই অভিনেত্রীর একটি ভিডিও পোস্ট করা এবং তা নিয়ে অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় মারাত্মকভাবে ট্রোলের জেরে অভিনেত্রীর অভিযোগ করা এবং ওই সাংবাদিকের কাজ হারানো- এই হলো মোটা দাগে ঘটনা।
এই ঘটনাকে কেন্দ্র করে শোবিজ তারকা থেকে শুরু করে বিনোদন সাংবাদিকরা দুই জনের পক্ষে বিপক্ষে অনেক পোস্ট করেছেন। ফলে ইস্যুতে দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আরেক জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া সেভাবে বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেছেন, সেভাবে আর কেউ বলেননি।
তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে সাদিয়া আয়মানকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘এই গুণী শিল্পী প্রায় না বুঝে অনেক ঘটনা ঘটিয়ে ফেলেন যার ভুক্তভুগী শফিক আল মামুনসহ অনেকেই। তবে তিনি অনুতপ্ত হয়ে ২ মাস পর আপনাকে সরি বলবেন। আর মামুন ভাই, আপনারও কোনো ভিডিও আপলোড করার আগে ভালো করে চেক করা উচিত ছিল। এটা অব্যশই আপলোড যোগ্য ছিল না।’
টয়া আরো লিখেছেন, ‘একজন নারী শিল্পী হিসেবে আমাদেরকে অনেক সতর্ক থাকতে হয়। হিডেন মাইক পরতে আমরা একটা নিরাপদ জায়গায় যাই, সেটাকে গ্রীন রুম/মেকআপ রুম বলে। আসেপাশে তা না থাকলে ওয়াশরুম এ যেতে হয়। নায়ক/নায়িকাদের উপর সারাক্ষণ ক্যামেরা চলতে থাকে, তাই আপনি নিজে যদি সতর্ক না থাকেন তাহলে এর দায়ভার আপনার উপরও পড়ে।’ সবশেষে টয়া লেখেন, ‘আমার মিডিয়া ক্যারিয়ারের শুরু থেকে অনেক বিনোদন সাংবাদিকদের আমি দেখেছি অনেক শিল্পীদের স্পর্শকাতর খবর ধামাচাপা দিয়ে তাদেরকে বাঁচাতে, বিপদে শিল্পীদের পাশে দাঁড়াতে। যা ঘটেছে সেই ঘটনাটি একদমই কাম্য না।’