সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী আটক
নিজস্ব প্রতিবেদক
সাবেক পাটমন্ত্রী আওয়ামী লীগের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ রবিবার ভোরে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। ডিএমপির একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
দুদিন আগে নারায়নগঞ্জের সোনারগাঁও খথানার একটি মামলায় তাকে আসামি করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ সারির কয়েকজন নেতাও এ মামলার আসামি।
গোলাম দস্তগীর গাজী ২০০৮ সালে এবং ২০১৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতাপূর্ণ অবদান রাখায় তিনি বীর প্রতীক খেতাবে ভূষিত হন।
গোলাম দস্তগীর গাজীর পৈতৃক বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। তার বাবার নাম গোলাম কিবরিয়া গাজী এবং মায়ের নাম সামসুননেছা বেগম।
তিনি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে ২০২০ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।