সাভারকে চাঁদামুক্ত মুক্ত করতে সাবেক উপজেলা চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
সিরাজুল ইসলাম:
রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ন্ডসহ সাভার উপজেলাকে চাঁদামুক্ত, ব্যবসাবান্ধব করতে সংবাদ সম্মেলন করেছেন সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব কফিল উদ্দিন।
গতকাল সাভারের আমিনবাজারে মানিকনগর কমিউনিটি সেন্টারে এ সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি সাবেক সরকারের বিভিন্ন অপকর্মের কথা তুলে ধরে বিএনপির শাসনামলে চরমভাবে নির্যাতিত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, আমার মা যখন মারা যায় তখন আমার উপর ৮৯ টি মামলা ছিল।আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকে একাধিক ভুতুড়ে মামলা দিয়েছে। আমি হাজিরা দিতে গেলে আমার মা জায়নামাজে বসতো,উঠতো আমি আাদালত থেকে ফেরার পর। এসময় তিনি বলেন, আমি প্রতিহিংসার রাজনীতি ভালোবাসি না। যারা আমার প্রতি অন্যায় করেছে তাদের বিচার আল্লাহ করবেন। মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন সারা বাংলাদশের কথা বলতে পারবো না তবে যেহেতু আমি সাভারকে চাঁদামুক্ত করার অঙ্গিকার নিয়েছি তাই সাভারের প্রত্যকটি বাস কাউন্টারে এর ফলস্বরূপ ভাড়া কমানো হবে। আগামীতে জনগনের সেবা কোন প্লাটফর্ম থেকে করবেন এমপি নাকি উপজেলার? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমি বিএনপির ক্ষুদ্র একজন কর্মী। দলের নীতিনির্ধারকেরা আমাকে যেখানে কাজ করতে বলবে আমি সেখানেই করবো। তবে সাভারে আর কোন চাঁদাবাজকে চাঁদাবাজি করতে দেয়া হবে না। এসময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এক সাংবাদিকসহ দুই জনকে ১ লক্ষ টাকা চিকিৎসার জন্য দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাকা জেলা যুবদলের সহসভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন। অনুষ্ঠানে এলাকার সুশীল শ্রেণীসহ বিএনপি ও বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।