সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলীকে বাধ্যতামূলক অবসর
নিজস্ব প্রতিবেদক
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক প্রধান আওয়ামী লীগ সরকারের দাপুটে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আলী মিয়াকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়।
তার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ থাকায় এ ব্যবস্থা নিয়েছে অন্তবর্তীকালীন সরকার।
তিনি গোপালগঞ্জের প্রভাব খাটিয়ে ধনাঢ্য ব্যক্তিদের টার্গেট করে ভুয়া অভিযোগ এনে তা তদন্তের নামে কয়েক হাজার কোটি টাকা হাতিয়েছেন।
এসব অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে আভাস পাওয়া গেছে।
বিসিএস (পুলিশ) ক্যাডার ১৫তম ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ আলী মিয়া ২০২২ সালের ১৬ আগস্ট সিআইডি প্রধান হন। ক্ষমতার পালাবদলের পর তাকে ওই পদ থেকে সরানো হয়। এবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো।
১৯৯৫ সালের ১৫ নভেম্বর পুলিশে যোগদান করা মোহাম্মদ আলী মিয়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা। সিআইডি প্রধান হওয়ার আগে তিনি পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, মানিকগঞ্জ ও হবিগঞ্জের জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।