সিরিজে এগিয়ে যাবার চ্যালেঞ্জ ভারত ও দক্ষিণ আফ্রিকার
প্রথম দুই ম্যাচ শেষে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। সিরিজে এগিয়ে যাবার লক্ষ্য নিয়ে আগামীকাল তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দু’দল। সেঞ্চুরিয়ানে বাংলাদেশ সময় রাত ৯টায় তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত-দক্ষিণ আফ্রিকা। ছয় বছর পর সেঞ্চুরিয়ানে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে দু’দল। ২০১৮ সালে সর্বশেষ লড়াইয়ে ৬ উইকেটে জিতেছিলো প্রোটিয়ারা।
ডারবানে উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসনের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬১ রানের জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। ওপেনিংয়ে নেমে ৭টি চার ও ১০টি ছক্কায় ৫০ বলে ১০৭ রান করেন স্যামসন। হার দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই সিরিজে সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা। ৩ উইকেটের জয় তুলে নেয় প্রোটিয়ারা। প্রথমে ব্যাট করে এবার আর বড় সংগ্রহ পায়নি ভারত। ব্যাটারদের ব্যর্থতায় ৬ উইকেটে ১২৪ রানের ছোট স্কোর করে তারা।
১২৫ রানের টার্গেট স্পর্শ করতে বেগ পেতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ৮৬ রানে ৭ উইকেট হারিয়ে হারের মুখে ছিটকে পড়ে প্রোটিয়ারা। হাতে ৩ উইকেট নিয়ে শেষ ২৬ বলে ৩৯ রান দরকার পড়ে স্বাগতিকদের। অষ্টম উইকেটে মারমুখী ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুড়িয়ে দেন ট্রিস্টান স্টাবস ও জেরাল্ড কোয়েৎজি। ২০ বলে ৪২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দক্ষিণ আফ্রিকাকে স্বস্তির জয় এনে দেন তারা।
৭টি চারে স্টাবস ৪১ বলে অপরাজিত ৪৭ এবং কোয়েৎজি ২টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারিতে অপরাজিত ১৯ রান করেন। ১৭ রানে ৫ উইকেট নিয়ে ভারতকে লড়াইয়ে রেখেছিলেন ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী। সিরিজ সমতা ফেরালেও দলের পারফরমেন্সে খুশি নন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম। বিশেষভাবে ব্যাটারদের কাছ থেকে আরও ভালো পারফরমেন্স চান তিনি।
তৃতীয় ম্যাচের আগে মার্করাম বলেন, ‘দুই ম্যাচেই আমরা ভালো ব্যাট করিনি। প্রথম ম্যাচে ১৪১ রান করার পর দ্বিতীয় ম্যাচে ১২৫ রানের সহজ টার্গেট স্পর্শ করতে হিমশিম খেতে হয়েছে আমাদের। ব্যাটারদের আরও বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে। ব্যাটাররা জ্বলে উঠতে পারলে তৃতীয় ম্যাচ জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।’
প্রথম ম্যাচে সেঞ্চুরি করলেও দ্বিতীয় ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি স্যামসন। তৃতীয় ম্যাচে বড় ইনিংস খেলার পাশাপাশি সিরিজে এগিয়ে যাবার লক্ষ্যের কথা জানালেন তিনি। স্যামসন বলেন, ‘দ্বিতীয় ম্যাচে ব্যাটাররা ভালো করতে পারিনি। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ব্যাটারদের ভালো করাটা সবচেয়ে বেশি জরুরী। তৃতীয় ম্যাচে নিজেদের সেরা চেহারায় ফিরতে মরিয়া ব্যাটাররা। সিরিজে এগিয়ে যাবার লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামবো।’
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২৯বার দেখা হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকার। এরমধ্যে ভারতের জয় ১৬টিতে এবং প্রোটিয়ারা জিতেছে ১২টিতে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। এ বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে ৭ রানে হেরেছিলো দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকা দল : আইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, জেরাল্ড কোয়েৎজি, ডোনোভান ফেরেরা, রেজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিচ ক্লাসেন (উইকেটরক্ষক), প্যাট্রিক ক্রুগার, কেশব মহারাজ, ডেভিড মিলার, মিহলালি এমপংওয়ানা, এনকাবা পিটার, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), আন্দিলে সিমেলেন, লুথো সিপামলা এবং ট্রিস্টান স্টাবস।
ভারত দল : সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিংঙ্কু সিং, তিলক ভার্মা, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, বিজয়কুমার ভিশক, আভেশ খান ও যশ দয়াল।