সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিদের সঙ্গে সংঘর্ষে তুর্কি সমর্থিত ১৫ যোদ্ধা নিহত
সিরিয়ার উত্তরাঞ্চলে রোববার আঙ্কারা সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর অন্তত ১৫ যোদ্ধা নিহত হয়েছে। সিরিয়া ভূখণ্ডে অনুপ্রবেশের পর এদের হত্যা করা হয়। যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটর একথা জানিয়েছে। অবজারভেটরি আরো জানায়, সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর যোদ্ধারা আলেপ্পো গ্রামাঞ্চলে তুর্কি-সমর্থিত যোদ্ধাদের ওই অনুপ্রবেশকারী অবস্থানে গুলিবর্ষণ করে। এসডিএফ দেশটির উত্তর-পূর্বাঞ্চলের অনেকাংশ নিয়ন্ত্রণ করে। সিরিয়ায় এদের নেটওয়ার্ক রয়েছে।
মানবাধিকার সংস্থাটি বলেছে, ‘এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে।’ এতে কুর্দি বাহিনীর ১৫ যোদ্ধা নিহত হয়। সিরিয়ার উত্তরে এএফপি’র একজন সংবাদদাতা জানিয়েছেন, আল-বাব শহরের কাছাকাছি স্থানে সংঘর্ষ হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, এই ঘটনার প্রেক্ষিতে সোমবার সেখানকার স্কুলের ক্লাস স্থগিত করা হয়েছে। এসডিএফ হল একটি মার্কিন সমর্থিত বাহিনী। এসডিএফ সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করেছে।
এটি কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিট (ওয়াইপিজি)’র প্রভাবাধীনে রয়েছে। তুরস্ক কর্তৃপক্ষ ওয়াইপিজিকে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে)-এর একটি শাখা হিসেবে বিবেচনা করে। পিকেকে আঙ্কারায় হামলার দাবি করেছে। ২০১৬ সাল থেকে ক্রমাগত আন্তঃসীমান্ত আক্রমণের পর তুর্কি সেনা ও মিত্র বিদ্রোহী দলগুলো উত্তর সিরিয়ার বিস্তীর্ণ অংশ নিয়ন্ত্রণে নিয়েছে। তাদের বেশিরভাগই এসডিএফকে লক্ষ্য করে হামলা চালায়।