সিরিয়ার উত্তরে কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় তুর্কি-সমর্থিত গোষ্ঠীর হামলায় নিহত ২৬

Dec 9, 2024 - 20:09
সিরিয়ার উত্তরে কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় তুর্কি-সমর্থিত গোষ্ঠীর হামলায় নিহত ২৬

তুর্কি-সমর্থিত সিরিয়ার যোদ্ধারা কুর্দি-নিয়ন্ত্রিত ছিটমহল দখলের কয়েকদিন পর উত্তর মানবিজ এলাকায় আক্রমণ শুরু করলে রোববার অন্তত ২৬ জন যোদ্ধা নিহত হয়। এএফপি এ খবর জানায়। মানবাধিকার যুদ্ধ পর্যবেক্ষক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর জানিয়েছে, ‘তুর্কিপন্থী দলগুলো মানবিজ মিলিটারি কাউন্সিলের সাথে সহিংস সংঘর্ষের পর পূর্ব আলেপ্পোর গ্রামাঞ্চলের মানবিজ শহরের বড় জেলাগুলো দখল করে নিয়েছে।"

সংঘর্ষে ৯ জন তুর্কিপন্থী যোদ্ধা এবং কমপক্ষে ১৭ জন মানবিজ মিলিটারি কাউন্সিলের যোদ্ধা নিহত হয়েছে, সিরিয়ার একটি সূত্রের নেটওয়ার্কের উপর নির্ভর করে অবজারভেটরি জানিয়েছে । ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) কুর্দি প্রশাসনের একটি বাহিনী হিসেবে কাজ করে যারা সিরিয়ার বিশাল অংশ উত্তর-পূর্ব  নিয়ন্ত্রণ করে ।

আঙ্কারা-সমর্থিত দলগুলো তাদের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে বলেছে, যে তারা যুদ্ধের পর আলেপ্পোর পূর্ব গ্রামাঞ্চলে মানবিজ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। দলগুলো মানবিজের ওপর নিয়ন্ত্রণ ঘোষণা করেছে এবং এলাকার ভেতর থেকে যোদ্ধাদের ভিডিও পোস্ট করেছে বলে জানা গেছে। তবে এএফপি ভিডিওগুলো যাচাই করতে পারেনি। এর আগে রোববার, এসডিএফ কমান্ডার মাজলুম আবদি প্রেসিডেন্ট বাশার আল-আসাদের "স্বৈরাচারী শাসনের" পতনের  ঘটনা ঐতিহাসিক মুহূর্তটিকে স্বাগত জানিয়েছেন।