সিরিয়িা নিয়ে নিরপত্তা পরিষদের জরুরি বৈঠক
সিরীয় সরকারি বাহিনীর কাছ থেকে বিদ্রোহীরা একের পর এক অঞ্চল দখলে নেয়ার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক সূত্র বার্তা সংস্থা এএফপি’কে আজ এই খবর জানিয়েছে।
একটি সূত্র জানিয়েছে, সিরীয় সরকারের অনুরোধে এবং নিরাপত্তা পরিষদে আফ্রিকার তিনটি সদস্য দেশের সমর্থনে (মোজাম্বিক, সিয়েরা লিওন, এবং আলজেরিয়া) এই জরুরি বৈঠক ডাকা হয়েছে।