সুপার ওভারে হারলো রংপুর রাইডার্স

Nov 28, 2024 - 18:48
সুপার ওভারে হারলো রংপুর রাইডার্স

হার দিয়ে গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি ক্রিকেট শুরু করলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের। ৬ উইকেট হাতে নিয়ে জয়ের জন্য ১৯ বলে ১৩ রান প্রয়োজন ছিলো রংপুরের। কিন্তু এই সহজ ম্যাচ জিততে পারলো না তারা। নির্ধারিত ২০ ওভারের স্কোর টাই করে সুপার ওভারে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি হ্যাম্পশায়ারের কাছে হেরেছে রংপুর। 

বাংলাদেশের প্রথম দল হিসেবে বৈশ্বিক টি-টোয়েন্টি লিগে খেলতে নামে রংপুর রাইডার্স।  আজ গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৩২ রানে অলআউট হয় হ্যাম্পশায়ার। দলের পক্ষে পাকিস্তানের শান মাসুদ ৪১ বলে ৩টি চার ও ২টি ছক্কায় সর্বোচ্চ ৫৬ রান করেন। রংপুরের বিদেশী খেলোয়াড় ইংল্যান্ডের পেসার জ্যাক চ্যাপেল ২৩ রানে ৫ উইকেট নেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের হারমিত সিং ২টি এবং মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেন ১টি করে উইকেট নেন।

জবাবে দারুন শুরু করেছিল রংপুর। যুক্তরাষ্ট্রের স্টিভেন টেইলরকে নিয়ে ২৭ বলে ৪৬ রান তুলেন সৌম্য সরকার। টেইলর ২টি করে চার-ছক্কায় ১২ বলে ২০ এবং সৌম্য ৩টি চার ও ১টি ছক্কায় ২০ বলে ২৭ রান করেন।  দলীয় ৫৬ রানে দুই ওপেনারসহ আফিফ হোসেন শূন্যতে ফেরার পর দলকে জয়ের পথে রাখেন অধিনায়ক নুরুল হাসান ও পাকিস্তানের খুশদিল শাহ। নুরুলের ২৩ বলে ২৪ ও খুশদিলের ২০ বলে ২৫ রানের উপর ভর করে ১৬.৫ ওভারে ৪ উইকেটে ১২০ রান তুলে রংপুর। এসময় জয়ের জন্য ১৯ বলে ১৩ রান দরকার ছিলো তাদের। 

কিন্তু ১৭ থেকে ২০ ওভার পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৬ রানের বেশি তুলতে পারেনি রংপুর। ২০ ওভারে ৮ উইকেটে হ্যাম্পশায়ারের সমান ১৩২ রান করে ম্যাচ টাই করে রংপুর। ফলে ম্যাচটি গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে প্রথমে ব্যাট করে ১ উইকেটে ১২ রান সংগ্রহ করে রংপুর। ৫ বল খেলে ১ উইকেট হারিয়ে রংপুরের ছুঁড়ে দেওয়া ১৩ রানের টার্গেট স্পর্শ করে ফেলে হ্যাম্পশায়ার। ম্যাচ সেরা হন হ্যাম্পশায়ারের মাসুদ।

আগামী ১ ডিসেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার রাজ্য দল ভিক্টোরিয়ার মুখোমুখি হবে রংপুর। হ্যাম্পশায়ার ও ভিক্টোরিয়া ছাড়াও টুর্নামেন্টের অন্য দুই দল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফ্র্যাঞ্চাইজি গায়ানা আমাজন ওয়ারিয়র্স (৫ ডিসেম্বর) ও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের (৬ ডিসেম্বর) বিপক্ষে খেলবে রংপুর।