স্কুল হ্যান্ডবলের ফাইনাল আগামীকাল
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং তাসমেরী এন্ড কোম্পানীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত “তাসমেরী অনুর্ধ্ব-১৪ স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৪” এর ফাইনাল ম্যাচ আগামীকাল পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
দুপুর ২.৩০ মিনিটে বালিকা বিভাগ ও বিকেল ৩.৩০ মিনিটে বালক বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে। এর আগে একই ভেন্যুতে সকালে অনুষ্ঠিত হবে উভয় বিভাগের সেমিফাইনাল ও তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণী ম্যাচ। বালক বিভাগে সেমিফাইনালে লড়বে সানিডেইল বনাম সেন্ট গ্রেগরী হাই স্কুল এবং নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় বনাম নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল।
বালিকা বিভাগের শেষ চারে মুখোমুখি হবে ভিকারুননিনা নুন স্কুল এন্ড কলেজ বনাম শহীদ বীর উত্তম লে: আনোয়ার কলেজ এবং শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় বনাম সানিডেইল। ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন আন্তর্জাতিক মাষ্টার রানী হামিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তাসমেরী এন্ড কোম্পানীর স্বত্বাধিকারী মো: সেলিম বিন বাতেন।
আজ বালক ও বালিকা বিভাগের কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বালক বিভাগে নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় ২৩-৪ গোলে উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১০-০ গোলে এগিয়ে ছিলো। ম্যাচ সেরা হয়েছেন নারিন্দার ২ নং জার্সিধারী রিফাত।
দিনের অপর ম্যাচে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ১৭-৬ গোলে মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ৮-১ গোলে এগিয়ে ছিলো। ম্যাচ সেরা হয়েছেন নির্ঝর ক্যান্টনমেন্ট এর ১০ নং জার্সিধারী তালহা। সানিডেইল ২২-৪ গোলে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৪-২ গোলে এগিয়ে ছিলো। ম্যাচ সেরা মনোনীত হয়েছে সানিডেইল এর ১ নং জার্সিধারী সৈয়দ তায়সীর।
শেষ ম্যাচে সেন্ট গ্রেগরী হাই স্কুল ১৪-৪ গোলে মতিঝিল আইডিয়াল স্কুলকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ৮-২ গোলে এগিয়ে ছিলো। ম্যাচ সেরা হয়েছেন সেন্ট গ্রেগরীর ৮ নং জার্সিধারী মাহিন। বালিকা বিভাগ ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ ২১-৩ গোলে নৌবাহিনী কলেজকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১২-৩ গোলে এগিয়ে ছিলো। ম্যাচ সেরা হয়েছেন ভিকারুননিসার ১০ নং জার্সিধারী ইলমি।
সানিডেইল ১৮-০ গোলে হীড ইন্টারন্যাশনালকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১২-০০ গোলে এগিয়ে ছিলো। ম্যাচ সেরা হয়েছেন সানিডেইল এর ৯ নং জার্সিধারী ইশরাত। শহীদ বীর উত্তম লে: আনোয়ার কলেজ ১৭-০ গোলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ৮-০ গোলে এগিয়ে ছিলো। ম্যাচ সেরা মনোনীত হয়েছেন শহীদ বীর উত্তম এর ৭ নং জার্সিধারী নওরিন।