স্পেনে বন্যা নিয়ন্ত্রণে অসন্তোষ জানিয়ে ভ্যালেন্সিয়ায় ১ লাখ লোকের বিক্ষোভ

Dec 1, 2024 - 19:32
স্পেনে বন্যা নিয়ন্ত্রণে অসন্তোষ জানিয়ে ভ্যালেন্সিয়ায় ১ লাখ লোকের বিক্ষোভ

স্পেনের কর্তৃপক্ষের বন্যা মোকাবিলায় ব্যর্থতার জন্য অসন্তোষ জানিয়ে এর প্রতিবাদে ভ্যালেন্সিয়ায় শনিবার প্রায় ১ লাখ লোক বিক্ষোভ মিছিল করেছে। এর পূর্বাঞ্চলীয় অঞ্চলে বন্যায় ২৩০ জনের মৃত্যু ঘটে। দেশটির একটি প্রজন্মের সবচেয়ে ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয় পরবর্তী এক মাসে কয়েকটি ধারাবাহিক সমাবেশের পর বিক্ষোভটি হচ্ছে। কেন্দ্রীয় ও আঞ্চলিক উভয় সরকারই ২৯ অক্টোবরের বিপর্যয়ের মোকাবিলায় ব্যর্থতার জন্য জনগণের ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছে। বন্যায় হাজার হাজার লোকের বাড়িঘর, দোকান ও গাড়ি ভাসিয়ে নিয়ে যায়।

ভ্যালেন্সিয়ার নেতা কার্লোস ম্যাজনকে স্লোগান দিতে দিতে বলেন, খুব দেরিতে পদক্ষেপ বৃদ্ধির জন্য অভিযুক্তদের পদত্যাগ বা শাস্তি পেতে হবে। বিক্ষোভকারীরা ভ্যালেন্সিয়ার শহরের কেন্দ্রে এই মিছিল করে। পাইপোর্টারের বাসিন্দা ৫৫ বছর বয়সী শিক্ষক রাকেল ফেরানডিস এএফপিকে বলেন, ‘কী ভুল হয়েছে? অযোগ্যতা। সে কারণেই আমরা এখানে আছি। কারণ, দায়িত্বে অনেক অযোগ্য লোক রয়েছে, যাদের এখনও বেতন দেওয়া হচ্ছে।’

এটি ক্রমবর্ধমান বন্যার পানিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ শহরগুলোর মধ্যে একটি। বিক্ষোভকালে বন্যায় মারা যাওয়া বন্ধুর মায়ের স্মরণে রাকেল একটি ব্যানার বহন করছিলেন। টেলিফোন সতর্কতা কিছু বাসিন্দাদের কাছে পৌঁছেছিল। কিন্তু ইতোমধ্যেই রাস্তায় বন্যার পানি উঠে গিয়েছিল। সে সময়ে বেশ কয়েকটি পৌরসভার বাসিন্দারা রাষ্ট্রীয় সাহায্য ছাড়াই কয়েক দিন অতিবাহিত করে। স্থানীয়দের খাবার, পানি ও পরিচ্ছিন্ন সরঞ্জামগুলোর জন্য স্বেচ্ছাসেবকদের উপর নির্ভর করতে হয়েছিল।

আঞ্চলিক প্রেসিডেন্টর নিন্দা জানিয়ে একটি ব্যানার বহন করে ৬২ বছর বয়সী শিক্ষক মারিবেল পেরাল্টা নিজেকে ‘খুব ক্ষুব্ধ’ বলে ঘোষণা করেছিলেন। ভ্যালেন্সিয়ার এই বাসিন্দা বলেন, ‘যারা সর্বস্ব হারিয়েছেন, তারা এখন কীভাবে বেঁচে আছেন- তা দেখুন। যারা তাদের ব্যবসা হারিয়েছেন, তারা এখন কীভাবে বেঁচে আছেন- তা দেখুন। সরকারের পক্ষ থেকে কোন সাহায্য আসছে না।’ আপাতত পদত্যাগের কথা অস্বীকার করেছেন ম্যাজন।

বিক্ষোভকারীরা সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের কেন্দ্রীয় সরকারেরও সমালোচনা করেছেন। বন্যা মোকাবিলায় আরও সিদ্ধান্তমূলক না হওয়ার জন্য অভিযুক্ত সরকারের তীব্র সমালোচনা করেন তারা। শনিবারের মিছিলের একটি পোস্টারে লেখা ছিল, ‘এই রাজনীতিবিদরা মানুষ হত্যা করছে।’ স্পেনের অত্যন্ত বিকেন্দ্রীকৃত ব্যবস্থায় দুর্যোগ ব্যবস্থাপনা আঞ্চলিক প্রশাসনের দায়িত্ব। তবে কেন্দ্রীয় সরকারকে অঞ্চলগুলোকে সম্পদ দিয়ে সজ্জিত করার। এমনকি চরম ক্ষেত্রে নিয়ন্ত্রণ নেওয়ারও অনুমতি দেওয়া আছে।

স্পেনের আবহাওয়া সংস্থা বৃষ্টি ও বন্যার সতর্কতা সর্বোচ্চ স্তরে উত্থাপনের ১২ ঘন্টা পরে ভ্যালেন্সিয়া সতর্কতা জারি করে। বিক্ষোভকারীরা তাদের ফোন থেকে অ্যালার্ম বাজিয়ে ‘খুনী, খুনি’ স্লোগানে ফেটে পড়েন। জুয়ান কার্লোস রিবস বলেন, ‘যদি লোকদের সঠিক সময়ে সতর্ক করা হত, যদি তাদের কাছে উপায় থাকত, তবে এটি ঘটত না।’ তিনি দক্ষিণে প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) দূরের একটি পৌরসভা থেকে এখানে বিক্ষোভ করতে এসেছেন। ৫৮ বছর বয়সী সরকারি কর্মচারী বলেন, ‘সবকিছু একটি অজুহাত মাত্র।’