হাওর সংরক্ষণে টেকসই উদ্যোগ ও প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : নাজমুল আহসান
পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান বলেছেন, হাওর সংরক্ষণে টেকসই উদ্যোগ ও প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তিনি আজ সকালে সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ‘হাওরের ১০০ বছর এবং আমাদের করণীয়’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। নাজমুল আহসান বলেন, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ইপিআইয়ের টিকা দেয়ার ক্ষেত্রে বাংলাদেশ শতভাগ সফলতা অর্জন করেছে।
কারণ মায়েরা সচেতন হয়েছেন এবং জন্মের পর স্বতঃস্ফূর্তভাবে তারা ইপিআই কেন্দ্রে গিয়ে তাদের সন্তানদের টিকা দিয়েছেন। তিনি আরও বলেন, একইভাবে সমুদ্র সৈকত বা সী-বীচে গিয়ে মানুষ এখন আর আগের মত নোংরা করছে না, মানুষের মধ্যে এখন সচেতনতা গড়ে উঠেছে। কর্মশালায় বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আখতারুজ্জামান।
পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব হাবিবুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রেজাউল করিম, অতিরিক্ত আবদুল লতিফ মোল্লা,ওয়ারপোর মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও যুগ্মসচিব মোহাম্মদ লুৎফুর রহমান প্রমুখ। কর্মশালায় পানি সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ হাওর ও জলাশয় অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।