হিজবুল্লাহর বিজয় হবে: নাইম কাসেম
নব নির্বাচিত হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে আমরাই চূড়ান্ত বিজয় অর্জন করবো। হিজবুল্লাহর নতুন মহাসচিব নাইম কাসেম এই ঘোষণা দিয়েছেন। হিজবুল্লাহর প্রধান হিসেবে তার প্রথম বক্তৃতায় এই ঘোষণা দেন কাসেম। গতকাল বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
আল জাজিরার উদ্ধৃতি দিয়ে বৈরুত থেকে এএফপি এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নাইম কাসেম প্রায় ঘণ্টাব্যাপী রেকর্ডকৃত ভিডিওতে ইসরাইলি হামলাকে প্রতিহত করার কথা বলেছেন। এই সময় তার পাশে লেবানন ও হিজবুল্লাহ্র পতাকা ছিল।
ভিডিওতে কাসেম বলেছেন, হাসান নাসরুল্লাহ আমার ভাইয়ের মতো ছিলেন। ইসরাইলি জঘণ্য হত্যাকান্ডের শিকার হাশেম সাফিউদ্দীন এমন ব্যক্তি ছিলেন যে, তার ওপর নাসরুল্লাহ খুব বেশি নির্ভরশীল ছিলেন। কাসেম ইসরাইল হামলায় নিহত হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে ‘বীরত্ব ও ফিলিস্তিনি প্রতিরোধ এবং বিশ্বের জনগণের মুক্ত প্রতীক’ হিসেবে বর্ণনা করেছেন।
এই সময় কাসেম অঙ্গীকার করেছেন, তার নেতৃত্বে হিজবুল্লাহ নাসরুল্লাহর অবশিষ্ট কাজ চালিয়ে যাবে এবং ইসরাইলের সঙ্গে যুদ্ধে একই রাজনৈতিক ধারা অনুসরণ করবেন। কাসেম আরো বলেছেন, ‘গাজার নিরীহ বেসামরিক জনগণকে সাহায্য করা আমাদের কর্তব্য এবং সমগ্র অঞ্চলে ইসরাইলের হুমকি মোকাবেলায় আমরা গাজাবাসীকে রক্ষা করবো।’