১৫৯ রানে অলআউট হয়ে ফলো-অনে পড়লো বাংলাদেশ

Oct 31, 2024 - 20:55
১৫৯ রানে অলআউট হয়ে ফলো-অনে পড়লো বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ফলো-অনে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ৫৭৫ রানের জবাবে প্রথম ইনিংসে ১৫৯ রানে অলআউট হয়েছে টাইগাররা। ৪১৬ রানে পিছিয়ে থেকে ফলো-অনে পড়ে বাংলাদেশ। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪ উইকেটে ৩৮ রান নিয়ে তৃতীয় দিন খেলতে নামে বাংলাদেশ। ৪ রান নিয়ে শুরু করে ৯ রানে থামেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর মুশফিকুর রহিম শূন্য, মেহেদি হাসান মিরাজ ১ ও অভিষিক্ত উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন খালি হাতে বিদায় নেন। এতে ৪৮ রানে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ। 

নবম উইকেটে ১৭২ বলে ১০৩ রানের জুটি গড়ে বাংলাদেশকে দ্রুত গুটিয়ে যাবার লজ্জা থেকে রক্ষা করেন মোমিনুল হক ও তাইজুল ইসলাম। ৬ রানে দিন শুরু করে টেস্ট ক্যারিয়ারের ২০তম হাফ-সেঞ্চুরি তুলে নেন মোমিনুল। ১১২ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৮২ রান করেন মোমিনুল। ৯৫ বলে ১টি বাউন্ডারিতে ৩০ রান করেন তাইজুল। পেসার কাগিসো রাবাদা ৩৭ রানে ৫ উইকেট নিয়েছেন। টেস্ট ক্যারিয়ারে ১৬তমবারের মত ৫ উইকেট নিলেন এই ফরম্যাটের এক নম্বর বোলার রাবাদা। এছাড়াও ডেন প্যাটারসন ও কেশব মহারাজ ২টি করে উইকেট নেন।